২১ ডিসেম্বর ২০২০, ১৯:০৪

টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে লেবাননের শিক্ষার্থীদের বিক্ষোভ

  © সংগৃহীত

টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় বিক্ষোভ করেছেন দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মিছিলে বাধা দিলে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। শনিবার লেবাননের হামরা জেলার আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের প্রবেশ পথে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানেগ্যাস ছুঁড়েছে পুলিশ। শিক্ষার্থীরাও ইট, পাথর ও পানির বোতল ছুড়ে মারেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যশ আল–জাজিরা জানায়, আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত (এইউবি) এবং লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি (এলএইউ) নামের দুটি অভিজাত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের।

লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে গেছে। এ অবস্থায় দুটি বিশ্ববিদ্যালয় টিউশন ফি বৃদ্ধি করে। ফি পরিশোধ করতে গিয়ে শিক্ষার্থীদের এখন আগের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অর্থনৈতিক সংকটের এই সময়ে এই ব্যয়বৃদ্ধি তাঁদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।