অনলাইন ক্লাস নিয়ে অসন্তুষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
দেশে করোনা মহামারী বিরাজ করছে ৯ মাস ধরে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে গত মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া। যদিও শিক্ষার্থীদের ক্ষতি কমিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পরামর্শে অনলাইনে ক্লাস নিচ্ছে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান।
তবে শিক্ষার্থীরা বলছেন, দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা, ইন্টারনেট ব্যয়সহ নানা কারণে অনেকেই অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারেন না। শিক্ষকদের ইচ্ছেমতো সিডিউল ক্লাস, পিডিএফ ফাইল ওপেন করতে না পারা এবং টেকনিক্যাল সমস্যার কারণে বার বার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার কারণে ক্লাসে মনোযোগ দিতে পারেন না তারা। এছাড়া সরাসরি ক্লাস করার মধ্যে যে আনন্দ রয়েছে, অনলাইন ক্লাসে তার কোনো কিছুই পাওয়া যায় না। এই সকল কারণে অনলাইনে ক্লাস নিয়ে অসন্তুষ্ট তারা।
এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সু্প্রিয়া সরকার বলেন, অনকে সময় শিক্ষকদের মনগড়া শিডিউলে ক্লাস করতে সমস্যার সম্মুখীন হতে হয়। তাঁরা যেসব পিডিএফ দেন সেগুলোর অধিকাংশই ল্যাপটপ ছাড়া ওপেন হয় না। এর কারণে অনেক শিক্ষার্থীকে সমস্যায় পড়তে হচ্ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজন আহমেদ জানায়, অনলাইন ক্লাসের মান নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট নই। অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে, শিক্ষকরা সামনাসামনি থেকে যেভাবে ক্লাস নিতেন; অনলাইনে তেমন সম্ভব হচ্ছে না। ভার্চুয়াল ক্লাসে মনোযোগ ধরে রাখা অনেক কষ্টসাধ্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ ঘোষ জানায়, তারা বিশ্ববিদ্যালয় থেকে ডিভাইস সহায়তা পেয়েছে । কিন্তু কাঙ্ক্ষিত নেটওয়ার্ক না পাওয়ায় ক্লাসে ঠিক সময়ে উপস্থিত থাকতে পারছেন না।
‘নেই মামার চেয়ে কানা মামা ভালো’ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্স্টার্সের শিক্ষার্থী আবেদা মুক্তা জানান, এই দুর্যোগকালীন সময়ে পড়াশোনাতো চালিয়ে যেতে পারছি এটাই অনেক। তবে অনলাইনে ক্লাস করা নিয়ে শহরের শিক্ষার্থীদের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়েছেন। গ্রামের দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থাই এর জন্য দায়ী বলেও জানান তিনি।
সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শেখ আবু রাইহান সিদ্দিকী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,‘‘অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের ফিডব্যাক পাওয়া যায় না, রেসপন্স থাকে অনেক কম, টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাস নিতে অসুবিধা হয়। সব মিলিয়ে অন ক্যাম্পাসের বিকল্প কখনোই অনলাইন ক্লাস হতে পারে না।”