বুদ্ধিজীবী দিবসে মসজিদ-মন্দিরে প্রার্থনার আয়োজন করেছে ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার ড. মোছা. সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি।

নোটিশে জানানো হয়েছে, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক (ঢাবি), প্রফেসর ড. আতিউর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ রচনা প্রতি্যোগীতা এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, দুপুর ১২টায় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।


সর্বশেষ সংবাদ