শেষবারের মত ক্যাম্পাসে মেজবাহর খন্ডিত নিথর দেহ
জীবিত নয়, খন্ডিত লাশ হয়ে শেষবারের মত প্রিয় ক্যাম্পাসে ফিরেছেন রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী মেজবাহ উদ্দিন (২৫)। ক্যাম্পাসে মেজবাহর মরদেহ নিয়ে আসা হলে আজ রবিবার দুপুর ১২টায় কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনের তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন ঢাকা কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম মইনুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজ মিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অধ্যাপক মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজ তার এক মেধাবী সন্তান হারাল। এ ক্ষতি পূরণ হবার নয়। তার মৃত্যুতে ঢাকা কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
জানাজা পূর্ব বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফরোজ মিয়া বলেন, এমন মেধাবী ও কর্তব্যপরায়ণ ছেলে আমার শিক্ষকতা জীবনে খুব কম পেয়েছি। অকালে ঝরে যাওয়া মেজবাহ জাতির বড় সম্পদ ছিল। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এমন আকস্মিক করুণ দুর্ঘটনায় হতবিহ্বল সহপাঠীরাও। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও মেজবাহ উদ্দিনের সহপাঠী মাহমুদুল হাসান বলেন, আমরা রীতিমত বাকরুদ্ধ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একজন শ্রেষ্ঠ শিক্ষার্থী হারালে। আমরা হারালাম প্রিয় সতীর্থ বন্ধু।
বিভাগের আরেক শিক্ষার্থী সৈকত হাসান বলেন, এরকম মর্মান্তিক মৃত্যু মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ভাই সবসময় হাসিখুশি থাকতেন এবং সবার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। তার মৃত্যুতে আজ সারা ঢাকা কলেজ শোকাহত। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করুন।
জানাজা শেষে চিরবিদায়ের পথে বাক্সবন্দি হয়েই ক্যাম্পাস ছেড়ে বাড়ির পথে রওয়ানা দিলেন মেজবাহ উদ্দিন। পরে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বালুরচড় গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হবেন তিনি।
এর আগে গতকাল শনিবার (১২ডিসেম্বর) রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান জানান, বিকেলে মগবাজার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।