০৬ ডিসেম্বর ২০২০, ২০:০৪

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা কলেজে রচনা প্রতিযোগিতা

ঢাকা কলেজ  © ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে কর্তৃপক্ষ। রবিবার (৬ ডিসেম্বর) ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে ঢাকা কলেজের সকল স্তরের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী ছাত্রদের আগামী ১২ ডিসেম্বর রাত বারোটার মধ্যে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে রচনা লিখে ছবি তোলে অথবা স্ক্যান করে nibirxi@gmail.com এ প্রেরণ করতে হবে।

এতে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনার বিষয় হলো- ‘শহীদ বুদ্ধিজীবী দিবসঃ মৃত্যুহীন প্রাণ এর প্রতীক’ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনার বিষয় হলো- ‘বুদ্ধিজীবী হত্যা এবং মননের কৃষ্ণপক্ষ’।

এছাড়াও রচনা সাথে শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিভাগ, শাখা, শিক্ষাবর্ষ, রোল এবং ফোন নাম্বারও যুক্ত করতে বিজ্ঞপ্তিতে বলা হয়।