বেরোবিতে এক দফা দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার( ২৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার ফটকের সামনে পার্কের মোড়ে মানবন্ধন করেন তারা।
এতে মানবন্ধন শেষে বেলা সাড়ে ১২টায় ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
পরীক্ষার দাবিতে মানববন্ধনে বাংলা, ইংরেজী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পদার্থ, রসায়ন ও ইইইসহ বিভিন্ন বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেলে প্রশাসনিক ভবনে তালা দিবেন বলেও হুশিয়ারী দিয়েছেন মানববন্ধনের বক্তারা।
মানবন্ধনের সঞ্চালক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহমুদ মিলন বলেন, ‘যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন সেসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোন উদ্যোগ নাই। শেষ সেমিস্টারে আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছেনা।’
তিনি আরও বলেন, আমাদের সেই আটকে থাকা পরীক্ষাগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হয় সেই দাবীতে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। মানববন্ধন শেষে আমরা প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচী পালন করব। যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো আশ্বাস আসে।’