কুবিতে রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট ইউনিটের তাঁবুবাস ও দীক্ষা প্রদান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এবং মুক্ত মঞ্চে সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত নানা কার্যক্রমের মাধ্যমে বার্ষিক এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার মোঃ জিয়া উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী রোভারদের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা এবং সহায়তা কার্যক্রম পরিচালনার দক্ষতা অর্জনে বিভিন্ন প্রশিক্ষন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারমেট রাসেল সরকার, বিশ্ববিদ্যালয়ের সাবেক রোভার নাজমুল হোসেন, কাউসার হামিদ জীবন, আনোয়ার হোসেনসহ বর্তমান রোভার স্কাউটের বিভিন্ন সদস্যরা।
এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস লিডার ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন বলেন, রোভার স্কাউট সবসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করে থাকে। কার্যক্রম পরিচালনা করার জন্য রোভারদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। বর্তমানে করোনা পরিস্থিতিতে পুরো বিশ্ব থমকে থাকায় আমরা ফিজিকালি বড় কার্যক্রম পরিচালনা করতে পারছি না। দীক্ষা অনুষ্ঠান তিনদিন ব্যাপী হওয়ার কথা থাকলেও তা আমরা স্বল্প পরিসরে সম্পন্ন করেছি। সর্বোপরি আমরা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি।
সমাপনী পর্বে সম্পন্ন হওয়া কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেষে স্কাউটসের সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।