ধর্ম ও নারীকে নিয়ে কটূক্তি, ববি ছাত্রের দুঃখ প্রকাশ

ববি ছাত্র তৌহিদ ফেরদৌস শাওন
ববি ছাত্র তৌহিদ ফেরদৌস শাওন  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা ও নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অভিযুক্ত শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওন। তিনি বলেছেন, তার স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে মন্তব্য করা ঠিক হয়নি। তিনিও ভালো নেই।

আজ বৃহস্পতিবার তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি নিজেও একজন মুসলিম। আমার আব্বু অসুস্থ। একটা বিরুপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মাথা ঠিক রাখতে পারিনি। এজন্য কথাগুলো বলে ফেলেছি। এজন্য আমি আন্তঃরিকভাবে দুঃখিত।

তৌহিদ ফেরদৌস শাওন বলেন, আমারও মা-বোন আছে। নারীদের নিয়ে এভাবে বলাটাও আমার ঠিক হয়নি। আমি দুঃখিত।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা ও নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ববি) শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ আজ বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে নোটিশে।


সর্বশেষ সংবাদ