১২ নভেম্বর ২০২০, ১৬:৩০

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে জাককানইবি শিক্ষার্থীদের ‘না’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির ৩০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সেই পরীক্ষা অবশ্যই অনলাইনে নেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়।

এ দিকে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনেকেই গুচ্ছ পদ্ধতির ভর্তিতে না যাওয়ার পক্ষে মত দিচ্ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা ইসলাম তুহসিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা খুব ভালো সিন্ধান্ত নয়। এতে বিশ্ববিদ্যালয়ের তার নিজস্বতা এবং স্বকীয়তা হারিয়ে ফেলবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এমন সিদ্ধান্ত এটা মেনে নেওয়া খুবই কষ্টের। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।

আজহারুল ইসলাম বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষায় সেই স্বকীয়তা বজায় রাখা সম্ভব না।

বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা বজায় রেখে ভর্তি পরীক্ষা নেয়ার মাধ্যমে ভর্তিচ্ছুদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হয় উল্লেখ করে মিনহাজ উদ্দিন নামের অপর এক শিক্ষার্থী বলেন, এই সিদ্ধান্তে হয়তো শিক্ষার্থীদের শ্রম ও টাকা বাঁচবে তবে অনেক শিক্ষার্থীই তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নাও পেতে পারে নিয়মের বেড়াজালে। একটা দিন খারাপ গেলে বিশ্ববিদ্যালয় নামক সোনার হরিণটা তারা হারাবে যা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে সম্ভাবনাটা বেড়ে যায়। ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে তখন।