অধ্যাপক ছাদেকুলের নেতৃত্বে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে ববির
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৭:৩৮ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২০, ০৮:০৫ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের দায়িত্ব গ্রহণের জাতীয়ভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে বলে মনে করেন শিক্ষক সমিতি। অধ্যাপক ছাদেকুল আরেফিনের এক বছর পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এমনটিই বলেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।
সোমবার শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলমের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপাচার্য শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে গত এক বছরের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম বলেন, উপাচার্যের দক্ষ ও যোগ্য নেতৃত্বে অভ্যন্তরীণ বিষয়গুলোর সাথে সাথে জাতীয়ভাবেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উপাচার্যের সুদক্ষ ও ইতিবাচক নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও চর্চার কেন্দ্র হিসাবে আন্তর্জাতিকভাবেও পরিচিত হয়ে উঠবে।
শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন বলেন, উপাচার্য মহোদয় দায়িত্ব গ্রহণের পরে থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কথা যৌক্তিকতা ও ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করেছেন। করোনা মহামারীর মধ্যেও উনার এক বছরের সার্বিক কার্যক্রমে শিক্ষক সমাজ সন্তুষ্ট এবং সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সব ইতিবাচক কাজে শিক্ষক সমিতির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তি পরীক্ষা, শিক্ষক-কর্মকর্তাদের প্রমোশন সংক্রান্ত জটিলতা, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করা, স্থাপনা সংক্রান্ত প্রকল্পগুলো দ্রুত শেষ করাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। তবে করোনা মহামারী কিছুটা সেই গতিকে বাধা এসেছে।
উপাচার্য জানান, তবে বিগত এক বছর যাবৎ তিনি বিশ্ববিদ্যালয়টির সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করেছেন। এর মধ্যে বেশ কিছু বিষয়ে সফলতা অর্জন করেছেন, কিছু বিষয় এখনো চলমান সেগুলো দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। বিশ্ববিদ্যালয়ে জনবল সংকট রয়েছে, একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন দরকার।
দায়িত্ব পালনের সকলের সহযোগিতা প্রত্যাশা কলে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত নতুন বিশ্ববিদ্যালয়। এখানে অনেক কিছুর অপর্যাপ্ততা রয়েছে। তবে সবার সার্বিক সহযোগিতায় পর্যায়ক্রমে এগুলোর ইতিবাচক সমাধান করা সম্ভব। তিনি শিক্ষক সমিতিকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বর্তমান শিক্ষক সমিতির ভূমিকাকে ইতিবাচকভাবে বিবেচনা করেন।