সুদহীন ঋণ পাচ্ছেন জাককানইবির ১ হাজার শিক্ষার্থী
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৩:১২ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২০, ০৩:১২ PM
স্মার্টফোন ক্রয়ের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)-এর প্রায় ১ হাজার শিক্ষার্থীকে সুদহীন ঋণ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রবিবার (০৮ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর।
চলমান করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে বিনাসুদে এই ঋণ দেবে ইউজিসি। দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থী পাবে সফটলোনের আওতায় স্মার্টফোন ক্রয়ের লোন।
জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, “গত ৯ আগস্ট স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর তালিকা চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি বিভাগ ও ইন্সটিটিউট থেকে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীর নাম সংগ্রহ করে প্রায় এক হাজার শিক্ষার্থীর তালিকা ইউজিসির নিকট পাঠিয়েছে।”
উল্লেখ্য, ‘সফটলোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়া হবে এবং শিক্ষার্থীকে শুধুমাত্র আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন শিক্ষার্থীরা এই ঋণ পরিশোধ করতে পারবে।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করেছে সরকার।