ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি

স্থায়ী বহিষ্কার হতে পারেন ইবি ছাত্র সাইফুল্লাহ

আব্দুল্লাহ আল হাদী
আব্দুল্লাহ আল হাদী  © ফাইল ফটো

সম্প্রতি ফ্রান্সে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রের পক্ষে যৌক্তিকতা তুলে ধরা এবং পবিত্র মক্কা শরীফ ও যমযম কূপকে তাচ্ছিল্য করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাইফুল্লাহ আল হাদী নামে ওই ছাত্রকে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় বিভাগের অ্যাকাডেমিক কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয় বিভাগটি। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে জরুরী মিটিং করেছি। সভায় সর্বসম্মতভাবে ওই ছাত্রের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করা হবে। প্রশাসন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে হযরত মুহম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ফ্রান্সের ম্যাগাজিনে ছাপানোর পক্ষে যৌক্তিকতা তুলে ধরে এবং পবিত্র মক্কা শরীফ ও যমযম কূপকে তাচ্ছিল্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ওই ছাত্রের শাস্তি দাবি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

তার সহপাঠীরা জানান, সে ধর্ম নিয়ে এমন বাড়াবাড়ি এর আগেও কয়েকবার করেছে। মাঝে আরো একবার ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রতিবাদের ঝড় উঠলে সে তার আইডি ডিএক্টিভেট করে রাখে। এবার তার কঠোর শাস্তি দাবি করছি। প্রতিবাদের ঝড় উঠলে সন্ধ্যা ৬ টার দিকে হাদী তার টাইমলাইন থেকে পোস্টটি সরিয়ে নেন। এর আগেও তার বিভিন্ন পোস্টে বিতর্কের জন্ম তৈরি হলে সে পোস্ট সরিয়ে নিত।


সর্বশেষ সংবাদ