সবার কাছেই গ্রহণযোগ্য ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক: ঢাবি উপাচার্য

ছবিতে রব্যিারিস্টার রফিক-উল হক ও ঢাবি উপাচার্য
ছবিতে রব্যিারিস্টার রফিক-উল হক ও ঢাবি উপাচার্য  © ফাইল ফটো

সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে উপাচার্য বলেন, ব্যারিস্টার রফিক-উল হক একজন সৎ, প্রথিতযশা, দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। বাংলাদেশের আইন অঙ্গনসহ সকল শ্রেণী-পেশার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। বিভিন্ন সময়ে সাংবিধানিক ও আইনী বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রকে সহযোগিতা করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ ও বিশিষ্ট আইনবিদকে হারালো। আইনের শাসন প্রতিষ্ঠায় ও আইন পেশার উৎকর্ষ সাধনে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার রফিক উল হক গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।


সর্বশেষ সংবাদ