১৪ অক্টোবর ২০২০, ১০:৫৯

অনলাইনে ক্লাস-পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্রুত ফাইনাল পরীক্ষার সম্পন্ন, পরবর্তী সেমিস্টারের অনলাইনে ক্লাস শুরু, একাডেমিক ক্যালেন্ডার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবরোধ করেন ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালের অনার্স সম্পন্ন হওয়ার কথা থাকলেও আড়াই বছর সেশনজটে পড়ে আমরা এখনও চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছি। ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার পর করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরবর্তী দুই সেমিস্টারের ক্লাস অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করলেও গত ৭ মাসে আমাদের বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে ক্লাস শুরু হয়নি।

শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেকেরই বর্তমানে বয়স ২৬-২৭ এর কাছাকাছি। আমাদের হাতে চাকরির জন্য খুব বেশি সময় নেই। অনার্স সম্পন্ন না হওয়ায় কোনো ধরনের চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। আমাদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে যারা ভর্তি হয়েছিল তাদের অনেকের মাস্টার্স শেষ হয়েছে। আমাদের অনার্স কবে শেষ হবে সেটাই অনিশ্চিত।

পরবর্তীতে আগামী ১৫ সেপ্টেম্বর মিটিং করে ফাইনাল পরীক্ষা নেয়ার প্রক্রিয়া ও ক্লাস শুরুর আশ্বাসে দুপুর ২টায় অবরোধ কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। তবে দাবির বিষয়ে আশানুরূপ ফল না পেলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মোহসিনা আহসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আন্দোলন চলাকালীন সময়ে ভিসির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই আশ্বাসে সাময়িকভাবে অবস্থান কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।