সেইভ ববি চ্যাপ্টারের নেতৃত্বে আদনান-আমিনা

শাহরিয়ার আদনান এবং আমিনা ইয়াসমিন
শাহরিয়ার আদনান এবং আমিনা ইয়াসমিন  © টিডিসি ফটো

‘স্টুডেন্ট এগেইনিস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার’ (সেইভ) বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) চ্যাপ্টারের ২০২০-২১ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আগামী একবছরের জন্য ১২ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটিতে কো-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আদনান এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেম আইন বিভাগের শিক্ষার্থী আমিনা ইয়াসমিন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এক ভার্চুয়াল সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন সেইভ ইয়ুথ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মডারেটর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সানবিন ইসলাম। এসময় সেইভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আইনুল ইসলামসহ ১২টি বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব মডারেটরগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিটিতে টিম লিড ইয়ুথ ডিজএ্যাবিলিটি এ্যান্ড ইনক্লুশন পদে তুহিন চাকমা, ইয়ুথ ভয়েস পদে সায়েদা জারিন জাহান, ইয়ুথ ইম্পেয়েবিলিটি পদে ওয়াসিমা মিথিলা, কানেক্টিং ডট’স পদে নওশিন আরা মিম, ইভেন্ট অ্যান্ড আউটরিচ পদে শুভ সমাদ্দার, ইয়ুথ মিডিয়া পদে সোহেল রানা, শি লিডস্ পদে ইন্দ্রাণী রয়, ক্যাম্পাস র‍েসিলিয়েন্স পদে জয়ব্রত রয়, ইয়ুথ মাইন্ড'স পদে তাসরিফা আক্তার এবং ইয়ুথ ডেমোক্রেসি পদে মো: মহিন-উ-আহমেদ দায়িত্ব পেছেন।

সদ্য নির্বাচিত কো-প্রেসিডেন্ট শাহরিয়ার আদনান বলেন, সহিংসতা রোধে সেইভ ইয়ুথের কার্যক্রমগুলো আমাদের ইতিবাচক চিন্তাধারা, সহনশীলতা চর্চায় ভূমিকা রাখছে। এই মহামারীতে আমাদের সক্রিয় রাখতে সেইভ ইয়ুথ বিভিন্ন বিষয়ে ওয়েবিনার, ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও এর অগ্রগামিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সেইভ ইয়ুথ বরিশাল বিশ্ববিদ্যালয়সহ ১২ টি বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। সবগুলোতে আজ একযোগে কমিটি ঘোষণা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ