১২ অক্টোবর ২০২০, ২২:৫২

পরীক্ষার ১ বছরেও প্রকাশ হয়নি ফল, আন্দোলনে শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অষ্টম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার দশ মাস পার হলেও ফলাফল না দেওয়ায় প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।

সোমবার (১২অক্টোবর) সকাল এগারোটা থেকে তিনদফা দাবিতে আন্দোলন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষকদের কোন্দলে বিভাগটিতে জট বাসা বেঁধেছে। তাদের কারণে আমাদের ভুগতে হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার এক বছর হলেও তারা ফলাফল প্রকাশ করতে পারছে না।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিমকে আহব্বায়ক, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাহবুবকে সদস্য সচিব ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমদাদুল হককে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশ না হওয়ার কারণ বের করে প্রশাসনকে অবগত করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহব্বায়ক অধ্যাপক ড. হাফিজুর রহমান সেলিম বলেন, প্রতিটি বিভাগেই কোনো না কোনো সমস্যা আছে। কিন্তু শিক্ষার্থীরা কেন এই বিভাগে এতো হতাশ! আমরা ফলাফল না হওয়ার পেছনের কাহিনী খুঁজে বের করবো। এবং এজন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেব।

বিভাগীয় প্রধান ড. আতিউর রহমান বলেন, যেহেতু ইস্যুটা একক না আর পরীক্ষা কমিটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামীকাল মঙ্গলবার(১৩ অক্টোবর) বিভাগের সব শিক্ষকদের নিয়ে বিভাগে একটি জরুরি সভা করা হবে। সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে সবাইকে নিজ নিজ দায়িত্বে থাকা বিষয়ের ফলাফল দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য বলা হবে।