জাককানইবি পরিবহনের দায়িত্বে আরিফুর রহমান
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:৫৩ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২০, ০৯:৫৩ PM
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. আরিফুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘‘পরিবহন খাত বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ। এই মুহূর্তে এই খাতের কার্যক্রম কীভাবে আরো বেগবান করা যায়, আমি সর্বাত্মক চেষ্টা করবো। পাশাপাশি পরিবহন খাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীদের যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সঠিকভাবে বাস্তবায়নে কাজ করবো।’’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই দপ্তরের পূর্ব কার্যক্রম দেখে সুষ্ঠু সেবা নিশ্চিত করতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলবো।’’
পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, মো. আরিফুর রহমানকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছে। যোগদানের তারিখ হতে আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।