বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু উদ্যানে ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়
বঙ্গবন্ধু উদ্যানে ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়  © টিডিসি ফটো

‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুন্যের মূলপ্রবাদ’ স্লোগান নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়।

এ সময় ছিন্নমূল শিশুদের দুপুরের খাবার বিতরণ করা হয়। করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। করোনার কারণে ববিসাস সদস্যরা ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার রাতে ‘উচ্চশিক্ষার মানোন্নয়নে ক্যাম্পাস সাংবাদিকতা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে ববিসাস।

ব্যানার

ভার্চুয়াল সভায় তুরস্কের রাষ্ট্রিয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এশিয়া প্যাসিফিক প্রধান সরোয়ার আলম, ফ্রিল্যান্স সাংবাদিক শরিফুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবির রায়হান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মঈন উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

২০১৯ সালের ৩ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) যাত্রা শুরু করে। ক্যাম্পাসের নানা সমস্যা তুলে ধরে ববিসাস ইতিমধ্যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে সক্ষম হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম।


সর্বশেষ সংবাদ