শিক্ষকদের কোন্দলে দুই মাস ধরে বন্ধ অনলাইন ক্লাস

জবিতে দুই মাস ধরে বন্ধ অনলাইন ক্লাস
জবিতে দুই মাস ধরে বন্ধ অনলাইন ক্লাস  © ফাইল ফটো

বৈশ্বিক মহামারির কারণে সেশনজট এড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নেয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু এই উদ্যোগের সুফল বঞ্চিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা।

দুই মাসেরও অধিক সময় ধরে বিভাগটিতে ঠিকমতো অনলাইনে ক্লাস হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিভাগের চেয়ারম্যানের সাথে অন্যান্য শিক্ষকদের অন্তঃকোন্দলের ফলেই এমনটা হচ্ছে বলে অভিযোগ। অন্যান্য বিভাগের নিয়মিত ক্লাস চললেও বন্ধ রয়েছে এই বিভাগের অনলাইন ক্লাস। ফলে সেশন জট নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট ভূগোল ও পরিবেশ বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে আগের মেয়াদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম করার অভিযোগ উঠে। এর মধ্যে গুরুতর অভিযোগ হলো- বিভাগের অর্থনৈতিক কাজে অনিয়ম, অ্যাকাডেমিক কমিটির সদস্যদের মতামত উপেক্ষা করা, অন্য শিক্ষকদের হয়রানি, পক্ষপাতিত্ব আচরণ করা, ব্যাংক থেকে বিভাগীয় ল্যাবরেটরি, সেমিনারসহ নানা কাজে বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূতভাবে লাখ লাখ টাকা উত্তোলন, পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়মবহির্ভূত পন্থা অবলম্বন ইত্যাদি।

এসব অভিযোগ এনে তার তত্ত্বাবধানে কাজ করতে অনাস্থা ব্যক্ত করেছেন বিভাগের ১৪ জন শিক্ষক। এরপর গত ২৫ আগস্ট বর্তমান চেয়ারম্যানসহ আরো ছয়জন শিক্ষক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মল্লিক আকরামের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মসহ মোট ২৬টি পাল্টা অভিযোগ এনে ভিসির কাছে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শিক্ষকদের মধ্যকার এই দ্বন্দ্বের ফলে ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী করোনাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে নিয়মিত চললেও বন্ধ রয়েছে এই বিভাগের অনলাইন ক্লাস।

জানতে চাইলে ভূগোল ও পরিবেশ বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ক্লাস রীতিমতো চললেও, আমাদের দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাস বন্ধ রয়েছে। যেখানে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এক সেমিস্টার শেষ করে অন্য সেমিস্টারের ক্লাস শুরু করে দিয়েছেন অনেক আগেই। সেখানে আমরা কোনো কোর্সেরই এখনো আগের সেমিস্টারের ক্লাস শেষ করতে পারিনি। এতে করে আমরা অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছি।

তিনি বলেন, বিভাগের শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে দ্রুতই যেন নিজেদের মধ্যকার কোন্দল মিটিয়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবার অন্তর্ভুক্ত করা হয়।

ক্লাস না হওয়ার বিষয়ে জানতে চাইলে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, আমাদের নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয় নাই এখনো। ল্যাবের ক্লাসগুলো না হওয়ার কারণে আমাদের গত সেমিস্টার শেষ হয় নাই।

বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, বিভাগের ক্লাস হচ্ছে কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না। আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। দীর্ঘদিন ধরে ওনার স্বেচ্ছাচারিতায় শিক্ষক-শিক্ষার্থীরা অতিষ্ঠ।

ক্লাস বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, আমি আমার ক্লাসগুলো শেষ করেছি। তবে অন্য কোনো শিক্ষক ক্লাস বন্ধ রেখেছেন কি না এ বিষয়ে জানি না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান বলেন, ভূগোল ও পরিবেশ বিভাগে ক্লাস হচ্ছে না, তা জানতাম না। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে হবে। তিনিই তো এ বিষয়ে সমন্বয় করার কথা। তারপরও আমরা বিষয়টা দেখব।


সর্বশেষ সংবাদ