কুবির প্রশাসনে নতুন তিন মুখ

জনি আলম, মুর্শেদ রায়হান ও রাশেদ আহমেদ
জনি আলম, মুর্শেদ রায়হান ও রাশেদ আহমেদ  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সহকারী প্রক্টরসহ প্রশাসনিক ৩টি পদে রদবদল আনা হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী প্রক্টর পদে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক মো. জনি আলম। এছাড়া কাজী নজরুল ইসলাম হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান ও অর্থনীতি বিভাগের প্রভাষক রাশেদ আহমেদ।

এ ব্যাপারে রেজিস্ট্রার বলেন, সহকারী প্রক্টর পদে একজন ও আবাসিক হলে নতুন দুই আবাসিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তদের নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এছাড়া এ দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্তরা বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পাবে।

আগামী ২ বছর পর্যন্ত নতুন নিয়োগপ্রাপ্তরা এসব পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ