কুবি শিক্ষার্থীদের পরিবহনে যুক্ত হলো নতুন ৩টি বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাস  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহনে ৫২ সিটের নতুন তিনটি বাস যুক্ত হয়েছে। ৩৬ লাখ টাকা করে মোট ১ কোটি ৮ লাখ টাকায় কেনা নতুন এ বাসগুলো শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরে অবস্থিত যমুনা মটরস এর কারখানা থেকে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। নতুন এ তিনটি বাস সংযুক্ত হলে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সংখ্যা হবে ৭ টি। এছাড়াও বিআরটিসি থেকে আরও ১১ টি বাস ভাড়ায় শিক্ষার্থীদের বহন করে।

রেজিস্ট্রার জানান, ২০১৮ সালে পাশকৃত ১৬'শ ৫৫ কোটি টাকার মেগা প্রকল্প থেকে মোট পাঁচটি বাস বরাদ্দ হয়। সেখান থেকে এই তিনটি বাস নেয়া হয়। অর্থ বরাদ্দ পেলে বাকি দুটি বাস নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে পরিবহন কমিটির আহ্বায়ক ও রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের জানান, ’আমরা এখন তিনটি বাস নিয়ে এসেছি। আগামী ছয় মাসের মধ্যে আরও দুটি বাস সংযুক্ত করতে পারব বলে আশা করছি। আর বাসের ড্রাইভারের যে সংকট রয়েছে সেটিও খুব দ্রুত সমাধান করব।’


সর্বশেষ সংবাদ