জাককানইবি’র অগ্নিবীণা হলে হাউজ টিউটর নিয়োগ

সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ ও জাককানইব’র লোগো
সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ ও জাককানইব’র লোগো  © টিডিসি ফটো

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অগ্নিবীণা আবাসিক ছাত্র হলে নতুন হাউজ টিউটর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগ পাওয়া হাউজ টিউটর হলেন, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ। আগামী দুই বছরের জন্য তিনি অগ্নিবীণা হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ প্রসঙ্গে ড. মো. হুমায়ুন কবীর জানান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহকে অগ্নিবীণা হলের হাউজ টিউটর হিসেবে নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছে। যোগদানের তারিখ হতে আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।


সর্বশেষ সংবাদ