প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা দিল জাককানইবি
সারাদেশে বন্যা পরিস্থিতি ও করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সরকারি প্রচেষ্টায় সহায়তাদানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুদান গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ববিদ্যালয়ের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম এবং কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকিবুল হাসান রনি।
উপাচার্য জানান, দেশের মানুষের উপকারের জন্য সরকারের সব উদ্যোগে সাথে থাকবে জাককানইবি পরিবার। তিনি আরো বলেন, সরকারের সঙ্গে আমাদের সবারই নিজেদের সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠান শেষে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তার জন্য শেখ হাসিনা কৃতজ্ঞতা প্রকাশ করেন।