অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে

  © সংগৃহীত

করোনাকালে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অনলাইন ক্লাস শুরু করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দৌলতপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান।

তিনি বলেন, অনলাইন ক্লাসের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও সেশনজট এড়াতে অনলাইন ক্লাসে অংশগ্রহণ জরুরি। স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

একই অনুষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যের দুই বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ্ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আশিকুল আলম।

এছাড়া বৃক্ষরোপন কর্মসূচি, মাস্ক বিতরণ এবং নিজস্ব এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার, ড. ফেরদৌসী বেগম, ড. পিন্টু চন্দ্র শীল প্রমুখ। সঞ্চালনা করেন ফিজিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ড. এম এ হান্নান।

উল্লেখ্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৫টি অনুষদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ