০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯

জাককানইবি লিবারেল এসোসিয়েশনের নেতৃত্বে সাঈদ-রাজু

  © টিডিসি ফটো

বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার সকল কার্যক্রম পরিচালনা করতে আগামী ২ বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দিয়েছে।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন এই কমিটি ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাহাদ বিন সাঈদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাজু শেখ। এছাড়া এই কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দিন ফাহিম।

ফাহাদ বিন সাঈদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং রাজু শেখ বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচের আইন ও বিচার বিভাগে পড়াশোনা করছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন। শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রাখা, সামাজিক অবক্ষয় ও কুসংস্কার দূরীকরণ এবং ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণে কাজ করা - এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়াও শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচী আয়োজন এবং গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির মাধ্যমে সহায়তা করে এ সংগঠনটি।