০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে জাককানইবি শিক্ষক সমিতি

  © ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অনলাইনে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি।

আগামীকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ‘‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

এছাড়াও অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।

অনলাইন এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাককানইবি শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাককানইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্জাদা আহ্সান হাবীব।