২৭ আগস্ট ২০২০, ২০:২১

উদ্বোধনের অপেক্ষায় খুবির কেন্দ্রীয় মসজিদ

  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৮ আগস্ট শুক্রবার। এদিন পবিত্র জুমার নামাজের আদায়ের মধ্যদিয়ে মসজিদটির আনুষ্ঠিক কার্যক্রম শুরু হবে। মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। বিশ্ববিদ্যালয়ের কটকা স্মৃতি সৌধের অদূরে প্রায় এক একর জায়গা জুড়ে ১৪৫০০ বর্গফুট আয়তনের একতলা বিশিষ্ট এই মসজিদে একসাথে প্রায় দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের তৎকালীন শিক্ষক মুহাম্মদ আলী নকী মসজিদটির প্রাথমিক নকশা প্রণয়ন করেন। পরবর্তীতে একই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ মো. মারুফ হোসেনের নেতৃত্বে একটি টিম মসজিদের পূর্ণাঙ্গ নকশার কাজ চূড়ান্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর থেকে জানা যায়, কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। এর আগে ভিত্তিপ্রস্তরের পর পাইলিং পর্যায়ে এসে কাজ থেমে যায়। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে ঠিকাদার প্রতিষ্ঠান ঢালি কন্সট্রাকশনের সাথে ৩ কোটি ৯ লাখ ৬১ হাজার টাকার নতুন চুক্তিতে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ২০২০ সালের অক্টোবর মাসে।

রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ফলক উন্মোচন ও উদ্বোধনপর্বসহ জুম্মার নামাজে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও সংশ্লিষ্ট সকল মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদগুলো যেমন ছাত্রদের হল কেন্দ্রীক, আমাদের এখানেও তেমনটা হয়েছে। নতুন কেন্দ্রীয় মসজিদে নামাজ শুরু হলে ছাত্ররাই বেশি উপকৃত হবে। বিশেষ করে ফজর এবং এশার নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারবেন।