২৭ আগস্ট ২০২০, ১৩:২৩

অনলাইন ক্লাস: আর্থিক অসচ্ছলদের তালিকা চেয়েছে চবি

  © টিডিসি ফটো

চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই অনলাইন ক্লাস শুরু হলেও এখনও শুরু হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। তবে সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে চবিতেও শুরু হওয়ার কথা রয়েছে অনলাইন শিক্ষা-কার্যক্রম।

এরই লক্ষ্যে ক্লাসে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকরণে যাদের ডিভাইস ক্রয়ের আর্থিক সক্ষমতা নেই তাদেরকে স্ব স্ব বিভাগের সভাপতি/ইনস্টিটিউটের পরিচালক বরাবর যোগাযোগ পূর্বক নাম তালিকাভুক্ত করার নির্দেশ প্রদান করেছে চবি প্রশাসন। আগামী ২৯ আগস্টের মধ্যে নাম তালিকাভূক্ত করতে হবে শিক্ষার্থীদের।

আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর এস. এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও উক্ত তালিকা তৈরিতে শুধু প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে এবং ইতোমধ্যে যারা নাম জমা দিয়েছে তাদের যোগাযোগের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।