ববিতে অনলাইনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২০’ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃক আয়োজিত ব্যতিক্রমধর্মী শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন রেডিওর (বিইউ রেডিও) আয়োজনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২০’ এ প্রথম স্থান অধিকার করেছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিমা হোসেম তমা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তায়্যেবা তাকবীর এবং ৩য় স্থান অধিকার করেছেন মিকাদম রহমান। তাঁরা দুজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন। বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো: হাবিবুল্লাহ মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউ রেডিও এর আর.জে আসাদুজ্জামান ইদ্রিস।
চলমান করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে অনলাইনে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ব্যবস্থা করা হয়। তিনটি পর্বে সাজানো এ অলিম্পিয়াডের প্রথম অংশে (২-৪ আগস্ট) ছিল বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর অনলাইন কুইজ। দ্বিতীয় ভাগে (৬-৯ আগস্ট) বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদানের ওপর প্রবন্ধ লিখন। তৃতীয় ভাগে (১১-১২ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর ওপর নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে।
অলিম্পিয়াডে বিজয়ীদের উপহার হিসেবে অনলাইন সার্টিফিকেট এবং কুরিয়ারের মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই উপহার দেয়া হবে।