করোনাকালে কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু
করোনাকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১২ জুন চিকিৎসা না পেয়ে মারা যান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান উষ্ণ। এরপর গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঘুমের মধ্যে মারা যান একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম শাওন।
ইসরাতের সহপাঠীরা জানিয়েছেন, তার শ্বাসকষ্টের কারণে করোনাভাইরাসের রোগী ভেবে হাসপাতালগুলো ভর্তি নেয়নি। পরে বিনা চিকিৎসায় কলেজের মেধাবী ছাত্রী উষ্ণ মারা যান। চিকিৎসা অভাবে তার মৃত্যুর ঘটনায় কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। নাহিয়ান আকাশ নামে এক শিক্ষার্থী লিখেছেন, করোনাকালে যেখানে সবকিছু মানবিক হয়ে উঠছে; সেখানে আমাদের দেশে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে। হাসপাতালগুলোর খামখেয়ালিপনায় দিন দিন অব্যবস্থাপনা বেড়ে চলছে।
এদিকে, করোনাকালে দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে কলেজটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। এছাড়া শোক প্রকাশ করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি ও কলেজের শিক্ষক পরিষদের নেতারা।