মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন

  © ফাইল ফটো

মাদারীপুরের ‘সরকারি নাজিমউদ্দিন কলেজে’র নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারি কলেজ’ করা হয়েছে। কলেজের নাম পরিবর্তন করে গতকাল মঙ্গলবার কলেজটির অধ্যক্ষকে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. হরুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কলেজটির নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর’ করা হলো।

উল্লেখ্য, গভর্নর খাজা নাজিমউদ্দিনের নামে ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭৯ সালের ৭ মে কলেজটি সরকারি হয়।


সর্বশেষ সংবাদ