১৭ জুলাই ২০২০, ১৫:৫০
কবি নজরুল কলেজের এক শিক্ষিকার করোনা শনাক্ত
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষিকার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার অফিসার্স ক্লাবে টেস্ট করানোর পর বৃহস্পতিবার দুপুরে তার করোনা রিপোর্টে পজিটিভ আসে।
টেলিফোনে আক্রান্ত ওই শিক্ষিকা জানান, গত কয়েকদিন হলো জ্বর ঠান্ডা কাশি হচ্ছিলো। এছাড়াও করোনার উপসর্গগুলো লক্ষ্য করছিলাম। টেস্ট করানোর পর রিপোর্টে 'করোনা পজিটিভ' এসেছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা অবশ্যই সাবধানে থাকবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেনা। কলেজের শিক্ষার্থী যারা ত্রাণ বা খাবার বিতরণ করছো তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।