১৯ জুলাই থেকে শাবিতে নতুন সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু

  © ফাইল ফটো

করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর আগামী ১৯ জুলাই থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অনলাইনে নতুন সেমিস্টারের ক্লাস শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন কোন ধরনের সমস্যায় না পড়ে ছাত্রবান্ধব হিসেবে আমরা সেটা খেয়াল রাখবো।

অন্যদিকে চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়া হবে কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, এ ব্যাপারে আমরা একক কোন সিদ্ধান্ত নিতে পারবো না। করোনা দুর্যোগে দেশের সব বিশ্ববিদ্যালয় একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে নির্দেশনা দিবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।


সর্বশেষ সংবাদ