০৫ জুলাই ২০২০, ১৯:০৩
চবি অতিশ দীপঙ্কর হলের প্রথম প্রভোস্ট রেজাউল করিম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান আবাসিক হলের প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।
রোববার (৫ জুলাই) দুপুরে তিনি প্রভোস্ট হিসেবে যোগদান করেন। আগামী ১ বছর তিনি এ দ্বায়িত্ব পালন করবেন। এর আগে ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।
রেজাউল করিম ২০১০ সালে শহীদ আব্দুর রব হলের আবাসিক হিসেবে দ্বায়িত্বপালন করেন। ২০১১ ও ২০১৯ সালে তিনি এক বছর করে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ভারপ্রাপ্ত প্রক্টর ও ২০১৩ সালে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদকও ছিলেন।