চবির রেজিস্ট্রার ও প্রক্টর পদে নতুন মুখ

মনিরুল হাসান ও রবিউল হাসান
মনিরুল হাসান ও রবিউল হাসান  © টিডিসি ফটো

আগামী ২ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দ্বায়িত্ব পালন করবেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এম. মনিরুল হাসান। বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক এ প্রক্টর ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করছেন।

এদিকে, আগামী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দ্বায়িত্ব পালন করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া।

আজ সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে রেজিস্ট্রার পদ থেকে সদ্য অবসরে যাওয়া কে. এম. নুর আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল থেকে আমি অবসরে যাচ্ছি। তাই নতুন রেজিস্ট্রারকে দ্বায়িত্ব হস্তান্তর করেছি।

এ ব্যাপারে সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক এম. এম. মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন প্রক্টরের নিকট দ্বায়িত্ব হস্তান্তরিত হয়েছে এবং আমি ইতোমধ্যেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দ্বায়িত্ব নিয়েছি।


সর্বশেষ সংবাদ