বঙ্গবন্ধু অ্যারোস্পেস ইউনিভার্সিটির জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটির জন্য লালমনিরহাটে ৬৩৮ দশমিক ৫৪ একর জমি অধিগ্রহণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার বিমানবন্দর ও বিমান বাহিনী সংলগ্ন এলাকায় এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের জন্য ১০টি মৌজায় ৫৮৬ দশমিক ২২ একর ও স্থানীয়দের পুনর্বাসনের জন্য ৫২ দশমিক ৩২ একর জমি অধিগ্রহণের জন্য যাবতীয় কাগজসহ লালমনিরহাট জেলা প্রশাসকের হাতে আবেদনপত্র জমা দেন উপাচার্য এয়ারভাইস মার্শাল মো. ফজলুল হক।
এসময় লালমনিরহাট বিমান বাহিনীর স্টেশন অফিসার ইউং কমান্ডার খায়রুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ও নয় জন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহ. রাশেদুল হক প্রধান বলেন, সদর উপজেলার হারাটি ও মহেন্দ্রনগর ইউনিয়নের ১০টি মৌজার মোট ৬৩৮ দশমিক ৫৪ একর জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজসহ আবেদনপত্র পেয়েছি। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করবো।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণ কাজ ২০২১ সালের জানুয়ারিতে শুরু হতে পারে। এটি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলে ব্যাপকভাবে দক্ষ-অদক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে এই অঞ্চলের সার্বিক আর্থসামাজিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে। জীবন যাত্রা ও শিক্ষার মানের উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল উত্থাপন করলে, তা সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাস হয়।