করোনায় বেসরকারি কলেজ শিক্ষকদের বেতন আটকে রাখলে ব্যবস্থা

  © ফাইল ফটো

কোন বেসরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের বেতন না দিয়ে আটকে রাখলে সেসব কলেজের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাস পরিস্থিতিতে বেশকিছু বেসরকারি কলেজ কর্তৃপক্ষ তাদের শিক্ষকদের বেতন না দেওয়ার বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় অবগত রয়েছে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল বেসরকারি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতির মধ্যেও কোন কোন কলেজ শিক্ষকদের বেতন পরিশোধ করছেন না বলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত হয়েছে। বিষয়টি অমানবিক ও দুঃখজনক।

জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এ অবস্থায় স্ব-স্ব কলেজ তাদের শিক্ষকদের বেতন পরিশোধ করে দেবে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে।

এদিকে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম নামে একটি সংগঠনের ব্যানারে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জেলায় জেলায় সংবাদ সম্মেলন করে আসছেন। এসব সংবাদ সম্মেলনে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য তাদের সমর্থন না দেওয়ায় তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হচ্ছেনা’।

তবে অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, আমরাও এসব থেকে মুক্তি চাই, তবে যে দাবিটি করা হয়েছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের বাইরে। গভর্নিং বডি এসব শিক্ষকদের নিয়োগের অনুমতি দিয়েছে। এসময় তাদের শর্তে লিখে দেওয়া হয়েছে, তারা যেসব শিক্ষক নিয়োগ দেবেন ওইসব শিক্ষকদের তারাই বেতন দেবেন।

এমপিওভুক্তর বিষয়ে উপাচার্য বলেন, গভর্নিং বডির নিয়োগ দেওয়া এসব শিক্ষকদের এমপিওভুক্ত করতে হলে এটা শিক্ষা মন্ত্রণালয় করবে, না হয় গভর্নিং বডি এভাবে বেতন দেবে। তারা বেতন না দিলে শিক্ষকরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করেন তাহলে আমরা ব্যবস্থা নেবো।


সর্বশেষ সংবাদ