১৫ জুন ২০২০, ২২:৪৫

বেরোবির সেই শিক্ষিকার রিমান্ড শুনানি বুধবার

  © ফাইল ফটো

সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে বিরূপ মন্তব্য করা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষিকা সিরাজাম মুনিরাকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ।

রিমান্ড শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত। রংপুর মেট্রোপলিটন পুলিশের বেরোবি ফাঁড়ি ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মহিব্বুল ইসলাম জানান, আইসিটি আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এছাড়াবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া এজাহার দায়ের করলে তা মামলায় সম্পূরক অভিযোগ হিসেবে সংযুক্ত করা হয়েছে।

সিরাজাম মুনিরাকে গত শনিবার রাতে গ্রেফতার করার পর গতকাল রোববার আদালতে হাজির করে  পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির আলম ভার্চুয়াল আদালতে শুনানির জন্য আগামী ১৭ জুন (বুধবার) দিন ধার্য করেন।

গত শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজাম মুনিরা ফেসবুকে ব্যাঙ্গ করে স্ট্যাটাস দেন। কিছুক্ষণের পরেই স্ট্যাটাসটি ডিলিট করে ক্ষমা চেয়ে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। তবে ওই শিক্ষকদের স্ট্যাটাসের স্ক্রিনশট পরে ছড়িয়ে পড়ে।