নাসিমকে নিয়ে স্ট্যাটাস: বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ছাত্র ইউনিয়ন সম্পাদক
বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমসহ বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া আগামী সাতদিনের মধ্যে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সেটি জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। ইবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি।
সোমবার (১৫ জুন) ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে সাদিকুলকে বহিষ্কারের বিষয়ে জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন বর্ষীয়ান রাজনীতিবিদ, বুদ্ধিজীবী রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল ব্যঙ্গাত্মক আপত্তিকর প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবোধপরিপন্থী বক্তব্য ধারাবাহিকভাবে ফেসবুকে উপস্থাপন করে চলেছেন। তার দেয়া স্ট্যাটাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কারণ হতে পারে। তার এই ধরনের কার্যকলাপের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
অফিস আদেশে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শৃঙখলা বিধি মোতাবেক তাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না- তা পত্রপ্রাপ্তির সাতদিনের মধ্যে ই-মেইল করে জানাতে বলা হয়েছে।
জানা যায়, এর আগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগ নেতা-কর্মীসহ অনেকে। যদিও পরবর্তীতে তিনি স্ট্যাটাসটি প্রত্যহার করে নেন।