শিক্ষার্থীদের বাড়িভাড়া অর্ধেক কমানোর দাবি ছাত্র ইউনিয়নের

  © ফাইল ফটো

শিক্ষার্থীদের বাড়িভাড়ার ৫০ শতাংশ মওকুফের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন বলেছে, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে মেস মালিকরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মেস ভাড়া ৫০% নিলে কিছুটা হলেও তাদের দুর্ভোগ লাঘব হবে। আজ রবিবার রাবি শাখা ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি শাকিলা খাতুন এ দাবি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে এই মহামারীতে যখন মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, নিজের জীবন দিয়ে লড়ছে, তখন মরার উপর খাড়ার ঘায়ের মতো শিক্ষার্থীদের উপর মেস ভাড়া চাপানো হচ্ছে। মেসে না থেকেও মাসে মাসে ভাড়া গুনতে হচ্ছে। ছাত্র ইউনিয়ন করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বাড়িভাড়ার নূন্যতম ৫০ শতাংশ মওকুফের দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি অর্ধেক মেসভাড়া প্রদান করতেও কারো সমস্যা হয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোষাগার/ছাত্র কল্যাণ তহবিল/এলামনাই ও শিক্ষকদের সহযোগীতার ফান্ড গঠন করে মেস ভাড়ার জন্য অর্থ সহযোগীতা দেওয়া যেতে পারে।

রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, লকডাউনে অর্থনৈতিকভাবে সবাই ক্ষতিগ্রস্থ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের। অন্যদিকে কমসংখ্যক মেস মালিকই আছেন, যারা মেসের ভাড়ার টাকা দিয়ে সংসার চালান। এমতাবস্থায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ৫০% মেস ভাড়া নিলে কিছুটা দুর্ভোগ লাঘব হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বন জানান।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর বলেন, যখন করোনার কারণে পুরো পৃথিবী ক্ষতিগ্রস্থ। ঠিক সে সময় শিক্ষার্থীরা মেসে চার-পাঁচ মাস না থেকেও পুরো ভাড়া নেওয়াটা চরম অমানবিক। সুতরাং মেস মালিক সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো পূর্ণ ভাড়া যেন না নেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোন অসহায় দরিদ্র শিক্ষার্থী সমস্যায় থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ