নাসিমের মৃত্যুতে ব্যাঙ্গ: বেরোবির সেই শিক্ষকের রিমান্ড চায় পুলিশ
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৩:০২ PM , আপডেট: ১৪ জুন ২০২০, ০৩:০২ PM
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে ব্যাঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরার রিমান্ড চেয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে তাজহাট থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পরে ফেসবুকে ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছিলেন সিরাজাম মুনিরা। পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটি সরিয়ে ফেলেন। ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে তাজহাট থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে ওই শিক্ষিকাকে গ্রেফতারের পর স্থায়ীভাবে বহিষ্কারের দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, নীলদল, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা এ দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, শুধু গ্রেফতার করলেই হবে না, আমরা চাই, তাকে চাকরিচ্যুত করে শাস্তি নিশ্চিত করা হোক। যেহেতু এই প্রশাসনের আমলে তার নিয়োগ হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এর দায় এড়াতে পারবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম বলেন, প্রথমত আমি ভিসির পদত্যাগ চাই। যেহেতু তিনি জেনেশুনে ইচ্ছাকৃতভাবেই তাকে নিয়োগ দিয়েছেন। নিয়োগ দেওয়ার সময়ও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে খারাপ মন্তব্য করেন। এতকিছু জানার পরও তাকে নিয়োগ দেওয়ার কারণে মূল অপরাধ করেছে এই ভিসি। যেহেতু তিনি রাষ্ট্রের একজন সূর্য সন্তানের মৃত্যুকে নিয়ে উল্লাস প্রকাশ করেছেন, তাই তার চাকরিচ্যুত হওয়াই উচিৎ। বরং তার জেল-জরিমানাও হওয়া দরকার।