নাসিমকে নিয়ে ব্যঙ্গ করা সেই শিক্ষিকাকে এবার স্থায়ী বহিষ্কারের দাবি

  © সংগৃহীত

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গ করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকাকে গ্রেফতারের পর এবার স্থায়ীভাবে বহিষ্কারের দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, নীলদল, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা এ দাবি জানিয়েছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরব হয়েছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আমি মামলার এজাহার রাত সাড়ে ১১টার দিকে থানায় জমা দিয়েছি। এরপর তাকে গ্রেফতার করা হয়। তবে শুধু গ্রেফতার করলেই হবে না, আমরা চাই, তাকে চাকরিচ্যুত করে শাস্তি নিশ্চিত করা হোক। যেহেতু এই প্রশাসনের আমলে তার নিয়োগ হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এর দায় এড়াতে পারবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম বলেন, প্রথমত আমি ভিসির পদত্যাগ চাই। যেহেতু তিনি জেনেশুনে ইচ্ছাকৃতভাবেই তাকে নিয়োগ দিয়েছেন। নিয়োগ দেওয়ার সময়ও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে খারাপ মন্তব্য করেন। এতকিছু জানার পরও তাকে নিয়োগ দেওয়ার কারণে মূল অপরাধ করেছে এই ভিসি। যেহেতু তিনি রাষ্ট্রের একজন সূর্য সন্তানের মৃত্যুকে নিয়ে উল্লাস প্রকাশ করেছেন, তাই তার চাকরিচ্যুত হওয়াই উচিৎ। বরং তার জেল-জরিমানাও হওয়া দরকার।

উল্লেখ্য, সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরাকে আটক করেছে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) রবিউল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় শিক্ষক সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর-৮। তবে গ্রেপ্তার করে কোথায় রাখা হয়েছে এ বিষয়ে কিছু তিনি জানাননি। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বলা যাচ্ছে না, তবে পুলিশ হেফাজতে আছেন।


সর্বশেষ সংবাদ