অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে সেশনজট কমাবে ববি: উপাচার্য
করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে অতিরিক্ত ক্লাস-পরীক্ষার মাধ্যমে সেশনজট কমাবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানিয়েছেন তিনি।
অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর একাডেমিক কাউন্সিলের মাধ্যমে একাডেমিক ক্যালেন্ডার বিশ্লেষণ করা হবে। এতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পাশাপাশি যতদ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেশনজট কমানোর উদ্যোগ নেয়া হবে।
উপাচার্য বলেন, অনলাইনে যে পরীক্ষামূলক ক্লাসের নির্দেশনা দেওয়া ছিল তা বলবৎ থাকবে। একইসঙ্গে ইউজিসির নীতিমালা কমিটির পূর্ণাঙ্গ নির্দেশনা পাওয়ার পর সেটা বিচার-বিশ্লেষণ করে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে তখন চূড়ান্ত সিন্ধান্ত নেয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে খোলার পর একাডেমিক কাউন্সিলের সভা ডেকে বিস্তারিত আলাপ-আলোচনা করে পরীক্ষা বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেশনজট কমিয়ে আনার ব্যাপারে যথাযথ চেষ্টা করা হবে।