চট্টগ্রাম কলেজ কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  © প্রতীকী ছবি

চট্টগ্রাম কলেজ কোয়াটারের একটি বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ মে) খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মানসিক চাপ থেকে ওই কর্মচারী আত্মহত্যা করেছেন।

ওই কর্মচারীর নাম মো. সালাউদ্দিন (৩৭)। তিনি কলেজের রসায়ন বিভাগের চতুর্থ শ্রেণির ল্যাব সহকারীর দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়।

চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বাসার দরজা ভেঙে প্রবেশ করে। পরে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ