২৯ মে ২০২০, ২২:১৭

১৫ জুন খুলবে রাবি

  © ফাইল ফটো

আগামী ১৫ জুনের আগে খুলছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশনা অনুসারে আজ শুক্রবার সন্ধ্যায় এক বৈঠকে এ নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিষয়টি জানিয়েছেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, উপাচার্য স্যার আমাদের আগেই ডেকেছিলেন। এরইমধ্যে ইউজিসির একটি নির্দেশনা আসে। এতে বলা হয়েছে, ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তিনি বলেন, ইউজিসি যেহেতু নতুন একটি নির্দেশনা দিয়েছে, তাই আমরা তা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এখনই বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা হচ্ছে না। ১৫ জুনের আগে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।