চবিতে ২০০ কর্মহীন মানুষকে মেয়র নাছিরের নগদ অর্থ প্রদান

  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং আশপাশের হতদরিদ্র সিএনজি ড্রাইভার, রিকশাচালক, হোটেল-দোকানের কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে এ ঈদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী হিসাব নিয়ামক জাহাঙ্গীর আলম জনি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে রেলগেট এবং এক নম্বর গেট পর্যন্ত সিএনজি চালক সমিতি, রিকশাচালক সমিতিসহ প্রায় ২০০ জনের মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়।

এ বিষয়ে চবির ঊর্ধ্বতন সহকারী জাহাঙ্গীর আলম জনি বলেন, ভয়াবহ করোনার এই প্রতিকূল পরিস্থিতিতে হতদরিদ্র বাস-সিএনজি-রিকশাচালক এবং বিভিন্ন হোটেল-দোকানের কর্মচারীরা দীর্ঘদিন কর্মহীন হয়ে গৃহবন্দী। এই সময়ে সাধ্যমত হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি।


সর্বশেষ সংবাদ