বাড়িভাড়া মওকুফের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

  © টিডিসি ফটো

করোনাভাইরাসের সঙ্কটকালীন সময়ে শিক্ষার্থীদের মেস বা বাড়িভাড়া মওকুফ করে সরকারী প্রজ্ঞাপণ জারির দাবি জানিয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (৬ মে) সকাল ১১ টায় কলেজ ক্যম্পাসের মূলফটকে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, সরকারি তিতুমীর কলেজে ৫৬ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যায়ন করলেও সেখানে মাত্র ৩ টি আবাসিক হল। তাই বাধ্য হয়েই অধিকাংশ শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের আশেপাশে মেসে থাকতে হয়। সবাই টিউশনির টাকাতেই মেস ভাড়াসহ নিজের অন্যান্য খরচ বহন করে।

তিনি বলেন, এই মহামারীর কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করে হয়েছে। এই অবস্থায় অনেকেই গ্রামে এবং টিউশনিও বন্ধ। তার উপর মেস ভাড়া পরিশোধ করার জন্য বাড়িওয়ালারা শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করছে। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোন ধরনের আলোচনা নেই বললেই চলে। তাই এই মানববন্ধন থেকে মেস ভাড়া মওকুফ করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপণ জারি করার দাবি জানাচ্ছি।

একই সঙ্গে ফ্রন্টের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে-

১. মেস ভাড়া মওকুফ করে সরকারি প্রজ্ঞাপণ জারি।
২. মহামারী কালীন সময়ে শিক্ষার্থীদের যাতে করে কোন ধরনের হয়রানির শিকার হতে না হয়। তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া।
৩. শিক্ষার্থীদের জন্য ৬ মাসের রেশন দেওয়া।
৪. কোন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে অতিদ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া


সর্বশেষ সংবাদ