০৬ মে ২০২০, ১৩:৪৮

তৌহিদ হত্যার বিচার চেয়ে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে (২৪) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শিকদার মাহবুব বলেন, তৌহিদ হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি। পাশাপাশি আগামীতে যেন কোন শিক্ষার্থী যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানাই।

উল্লেখ্য, গত ১ মে ভোর রাতে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় মেস মালিক মোঃ সোলায়মান এর বাসায় ভাড়া থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে (২৪) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।