পাহাড় চূড়া থেকে ৪৪ পিস ইয়াবাসহ চবি কর্মচারী আটক
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মে ২০২০, ০৫:২১ PM , আপডেট: ০৪ মে ২০২০, ০৭:২১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) একটি আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ মে) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের উত্তর দিকের পাহাড় চূড়ার একটি ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৪৪ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- চবি প্রকৌশল দপ্তরের কর্মচারী মহিউদ্দিন, স্পোর্টস সায়েন্স বিভাগের কর্মচারী হাসান ও সেন্ট্রাল ফিল্ড সংলগ্ন দোকানি নাছির।
জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমের লীজ নেয়া জমি চাষাবাদ ও দেখাশুনার জন্য বেশ কয়েকজন লোক সেখানে আস্তানা বানিয়ে থাকত। গোপন সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় প্রক্টরিয়াল বডির অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম বলেন, আমরা সংবাদ পেয়ে পাহাড়ে অবস্থিত একটি আস্তানায় অভিযান পরিচালনা করি। এ সময় ৪৪ পিস ইয়াবা ও সরঞ্জামসহ ৩ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে মামলা করে থানায় পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া বলেন, আমরা একটি আস্তানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করি। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে ইয়াবা ও ঘরটিতে মাদক সেবনের সরঞ্জাম, দুইটি কুরআন শরীফ ও বসবাসের বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। আমরা তাদেরকে পুলিশে হস্তান্তর করব। তারা আইনানুগ ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।