০৩ মে ২০২০, ১৭:০৮

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদ হত্যার বিচার দাবি

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষার্থী তৌহিদ হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ময়মনসিংহ এবং নেত্রকোনায় পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্র সমাজ।

রবিবার (০৩ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এতে সংহতি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, আসিফ ইকবাল প্রমুখ। মানববন্ধনে মুঠোফোনের মাধ্যমে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্য্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোন অগ্রগতি দেখছি না। আমাদের সন্তান হত্যার বিচার চাই এবং সেটি অনতিবিলম্বে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

একই দাবিতে বেলা ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড ও ময়মনসিংহ শহরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, অপরাধীকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনুন নতুবা এই দুর্যোগ সময়েও ঘরে বসে থাকবে না শিক্ষার্থীরা। তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সেই সঙ্গে মানববন্ধন থেকে নিহতের পরিবারকে অর্থনৈতিক সহায়তার দাবি জানানো হয়েছে।

নেত্রকোনায় মানববন্ধনে অংশগ্রহণ নেন নিহত তৌহিদের মামা আবদুল আওয়াল, জেলা ছাত্রলীগের নেতা রবিউল আওয়াল শাওন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মৃণাল কান্তি ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, নেত্রকোনা স্টুডেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী রিয়াদ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এ সময় শিক্ষার্থী তৌহিদুল ইসলামের হত্যার ঘটনাকে ভিন্নখাতে না ঘুরিয়ে সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িতদের অনতিবিলম্বে সনাক্ত করে গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (০১ মে) ভোরে ময়মনসিংহ নগরের তিনকোনা পুকুরপাড় এলাকার একটি মেসে ঢুকে জাককানইবি’র ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র তৌহিদুল ইসলাম খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তৌহিদ হত্যার বিচার দাবি জাতীয় ছাত্র সমাজের

জাককানইবি শিক্ষার্থী তৌহিদ ইসলামের হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ। আজ রবিবার দুপুরে রংপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন।

লিখিত বক্তব্যে দেশের এমন ক্রান্তিকালে যারা শিক্ষার্থী তৌহিদ ইসলামকে নৃশংস হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানান তারা। অন্যথায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয়।